আশির দশকের শুরুর দিকের কথা। চট্টগ্রামের একটি মঞ্চে সৎ মানুষের খোঁজের মঞ্চায়ন হচ্ছে। দর্শকসারিতে দিলারা জামান। তরুণী দিলারার মন জয় করেছিল নাটকের একটি চরিত্রের অভিনয়। অভিনয় যে কত স্বাভাবিক হতে পারে, সেদিনই প্রথম বুঝেছিলেন তিনি। সেই চরিত্রটা করেছিলেন আরেক তরুণ অভিনেতা আবুল হায়াত। আরও পড়ুন
0 মন্তব্যসমূহ