২৫ জুন আবারও মাঠে গড়ানোর কথা প্রিমিয়ার ফুটবল লিগ। খসড়া সূচি অনুযায়ী প্রথম দিনেই মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনী ও মোহামেডানের। কিন্তু মোহামেডানের ১১ ফুটবলারসহ ১৭ জন করোনা পজিটিভ হওয়ায় ক্লাবটি লিগ পেছানোর আবেদন করেছে বাফুফের কাছে। এক ক্লাবেরই এত বেশিসংখ্যক খেলোয়াড়-কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা দুশ্চিন্তার কারণ তো বটেই। তা ছাড়া লিগে যাঁরা খেলবেন, সেই ফুটবলারদের বেশির ভাগেরই এখনো নেওয়া হয়নি করোনার টিকা।আরও পড়ুন
0 মন্তব্যসমূহ