ভারতে করোনায় এক দিনে সর্বাধিক মৃত্যু

 


গত ৮ মে ভারতে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল চার হাজার ১৮৭ জনের। তারপর কয়েক দিন মৃত্যু কিছুটা কমে। কিন্তু গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে দিল মৃত্যুর সংখ্যা। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। আর, দৈনিক সংক্রমণ পর পর দুদিন সাড়ে তিন লাখে নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে তিন লাখ ৪৮ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত সে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জন। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৫৪ হাজার ১৯৭ জনের। ভারতে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ। এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণের হার .....আর পড়ুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ