কক্সবাজার সৈকতে আরও একটি বিশাল আকৃতির মৃত তিমি

একদিনের  ব্যবধানে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে আরও একটি মৃত তিমি ভেসে এসেছে। ১০ এপ্রিল ভোরে এই মৃত তিমি সৈকতের বালুচরে দেখতে পায় স্থানীয়রা। পরে জেলা প্রশাসন, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর , মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তিমিটির প্রাথমিক তদন্ত করেন। এই সময় তারা তিমিটির মাপ, ওজন নির্ণয় করেন। সেই সাথে তিমিটির শরীরে  আঘাত আছে কিনা যা দেখেন। আরও পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ