আগে বহুম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। দলটি সম্পর্কে আছে ভালো জ্ঞ্যান। বর্তমানে ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে আছেন পাল্লেকেলে টেস্টে। সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ডের একটি কথাইা যেন খুঁজে পাওয়া গেল দিনের সরমর্ম। নাজমুল হোসেন শান্তর রক্ষণাত্মক কৌশলের প্রশংসা করেন তিনি বলছিলেন, ‘নাজমুলের সবচেয়ে বেশি নজরে এসেছে যেই বিষয়টি সেটি হলো তার রক্ষণাত্মক কৌশল। কোনো ভুল শট খেলেনি পুরো ইনিংসে। কোনো সুযোগ দেয়নি।’ প্রথম দিন শেষে এই বাণীই হয়ে রইলো বাংলাদেশ দলের পাথেয়। আরও পড়ুন
0 মন্তব্যসমূহ